Posts

Showing posts from October, 2018

ওহম এর সুত্র ও সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স নির্ণয়

Image
▣ প্রশ্নঃ ওহমের সুত্রটি লিখ এবং এর মাধ্যমে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স নির্ণয় কর। ▣ উত্তরঃ ওহম এর সুত্রঃ  কোন পরিবাহির মধ্য দিয়ে সূষ্ম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহির বিভব (ভোল্টেজ) প্রার্থক্যের সমানুপাতিক। ওহমের সুত্রের সাহায্যে সার্কিটের কারেন্ট নির্ণয়ঃ সুত্রানুযায়ী আমরা জানি, I =  যেখানে, I = কারেন্ট, V = ভোল্টেজ R = রেজিস্ট্যান্স ধরি, একটি সার্কিটে রেজিস্ট্যান্স R= 5 ওহম, ভোন্টেজ, V = 10 ভোল্ট তাহলে, কারেন্ট, I = কত? আমরা জানি, I =   =   =  2 অ্যাম্পিয়ার  Ans. ভোল্টেজ নির্ণয়ঃ  আমরা জানি, I =   ∴ V = IR ধরি, একটি সার্কিটের কারেন্ট, I = 4 অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্স, R = 20 ওহম তাহলে ভোল্টেজ = ? V = IR = 4 × 20 = 80 volt Ans. রেজিস্ট্যান্স নির্ণয়ঃ  ওহমের সুত্রানুযায়ী, I =   ∴ R =   ধরি, কোন সার্কিটের ভোল্টেজ, V = 100 volt, কারেন্ট, I = 5 A ∴ R = ? R =    =   = 20 Ω Ans.

ইটের গাঁথুনির কাজ এর হিসাবঃ

✪   1   m 3  ইটের গাঁথুনির কাজে ( 1 : 6)   অনুপাতে সিমেন্ট ,  বালি এবং ইটের পরিমাণ নির্ণয় করুন । ➤   সমাধানঃ মসলাসহ প্রচলিত ইটের আকার =  254 mm × 127 mm × 76 mm    মসলাসহ প্রচলিত ইটের আয়তন =  0.254 × 0.127 × 0 . 076 m 3 ∴   1 m 3  ইটের কাজে প্রয়োজনীয় ইট =  1 0.254 × 0.127 × 0.076 = 407.895 ≈ 410  টি ইট আমরা জানি ,  ইটের কাজে শুকনা মসলার প্রয়োজন =  35% ∴   1 m 3   ইটের গাঁথুনির কাজে শুকনা মসলার আয়তন =  1 × 0.35 = 0 . 35   m 3 সিমেন্ট বালির অনুপাত =  1 : 6 অনুপাতের যোগফল =  1 + 6 = 7 ∴  সিমেন্ট =  0.35 7  × 1 = 0.05 m 3   @ 30 Bag/m 3  = 1 . 5 Bag ∴  বালি =  0.35 7      × 6 = 0 . 3 m 3             (Ans.) ✪   120 মিটার লম্বা একটি সীমানা দেওয়ালের পুরত্ব 12.5 সেমি এবং উচ্চতা 1.5 মিটার ।  দেওয়ালটিতে প্রতি 3 মিটার পর পর 25  × ...
Image

বাংলা ভাষা এবং ইহার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তরঃ

Image
বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?  উত্তরঃ বৈদিক ভাষা। ➤   বাংলা ভাষার মূল উৎস কোনটি ?  উত্তরঃ বৈদিক। ➤   বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি ? উত্তরঃ ক. প্রাচীন ভারতীয় আর্য ,  খ) মধ্য ভারতীয় আর্য ভাষা গ) নব্য ভারতীয় আর্য ভাষা। ➤   কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত ?  উত্তরঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন সেই ভাষাই বৈদিক ভাষা। ➤   আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি ?  উত্তরঃ বৈদিক ও সংস্কৃত ভাষা। ➤   বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ?  উত্তরঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ➤   বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে ?  উত্তরঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে। ➤   ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায় ?  উত্তরঃ প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। ➤   কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ?  উত্তরঃ মাগধী প্রাকৃত। ➤   প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি ?  উত্তরঃ তিনটি। ➤   বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্ত...